সিবিএন অনলাইন ডেস্ক:
বরিশালের গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উজিরপুর উপজেলার নারায়নপুর গ্রামের উজ্জল সরদার এবং তার শ্যালক বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার বাসিন্দা দ্বীন ইসলাম।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রীর দাফন সম্পন্ন
তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটি কাটাতে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন উজ্জল। ইল্লা বটতলা এলাকায় আসলে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন। পরে ভুরঘাটা এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেছে।
- দৈনিক কালবেলা
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।