রাজধানী ঢাকার সাভারে একটি দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
সোমবার(১৫ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৮টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সাভার পৌরসভা সংলগ্ন আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে দোকানে ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন—টেইলার্সটির মালিক ইউসুফ (৪২) ও তার বন্ধু নাহিদ (৪০)।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল বলেন, ‘আমরা ইউসুফ ও নাহিদ নামে দগ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ১৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাভার স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেকটর মেহেরুল ইসলাম বলেন, ‘আমরা তথ্য পেয়ে রাত ৮টা ২৭ মিনিটে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলে। আমরা গিয়ে আগুন পাইনি। এছাড়া ঘটনাস্থলে আহত অবস্থায় কাউকে পাইনি।’
তিনি বলেন, ‘দোকানের ভেতরে তিনজন ছিলেন, তারা দগ্ধ হয়েছেন। তাছাড়া আরও অন্তত চারজন আহত হয়েছেন।’
আজকের সকল দুর্ঘটনার খবর পেতে এখানে ক্লিক করুন
নদীর তীরে মায়ের অপেক্ষায় অবুঝ ছেলে নিহান
পোকখালী ইউপি নির্বাচন : ১০ কেন্দ্রে ভোটার ১৬৯০২
টেকনাফে মসজিদের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।