রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে গোসল করতে নেমে রহস্যজনক মৃত্যু হয়েছে মো. মমিনুল ইসলাম নামক এক পুলিশ কনস্টেবলের। রাজারবাগ পুলিশ লাইন্সের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে গোসলে নেমে তিনি হঠাৎ তলিয়ে যান, যা ধরা পড়ে সিসি ক্যামেরার ফুটেজে।
মমিনুল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ২০১৫ সালের নভেম্বর মাসের ১২ তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার একটি কন্যাসন্তান রয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এমন দৃশ্য। এর আগে গতকাল বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার এ ঘটনা ঘটে।
কুতুবদিয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের জন্য ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় দুজনকে দেখা যায় কথা বলতে বলতে ঘাটের কাছে আসেন। তখন মমিনুলের সঙ্গেও কিছু কথা বলেন তারা। তারপরে মমিনুল পুকুরে ঝাঁপ দেন এবং ওই দুই ব্যক্তি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ সাঁতার কাটতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই পানিতে তলিয়ে যান তিনি।
এ সময় অপর এক ব্যক্তিকে দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি পুকুরে নামেন গোসল করতে। সাঁতরে কিছু দূর গেলেই মমিনুলের মরদেহ ভেসে উঠতে দেখেন তিনি। পরে চিৎকার করে অন্যদের ডাক দিলে সবাইকে সেখানে জড়ো হতে দেখা যায়।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।