রাঙামাটির পৌর এলাকার ১নং ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের ‘ভুতুড়ে বিলে’ বিপাকে পড়েছে। প্রতিবাদে রোববার (২৮ এপ্রিল) সকালে রাঙমাটির বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল থাকলে তা সমাধান করা হবে।
জানা যায়, সরকার ঘোষিত ডিজিটাল মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার স্থাপন করে বিদ্যুৎ বিভাগ। এতে প্রথম দফায় পৌরসভার ১ নং ওয়ার্ডের ইসলামপুর, শরিয়তপুর, পুরানবস্তি এলাকায় ১ হাজার গ্রাহকের ঘরে স্থাপন করা হয় প্রিপেইড মিটার।
নিয়মিত যে বাড়িতে ৫শ থেকে ১ হাজার টাকা বিল আসত, সেখানে হঠাৎ করে কাউকে ৫০ হাজার কাউকে ৩০ হাজার টাকার গায়েবি বিল দেওয়া হয়েছে। পুরোনো মিটার অনুযায়ী, মার্চের বিল বাবদ এ বিল দেওয়া হয়। এতে অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
মা-বাবার প্রতি সন্তানের কর্তব্য ও দায়িত্ব এবং কিছু কথা
এমন ভুতুড়ে বিলের প্রতিবাদে রোববার সকালে শহরের ভেদভেদিস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় শতাধিক ভুক্তভোগী। এ সময়ে তারা মনগড়া বিল করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়ী করেন। একইসঙ্গে এ বিল পরিশোধে অপারগতা প্রকাশ করেন।
ভুক্তভোগী সালেহ আক্তার জানান, আমার আগে বিল আসত ৫০০-৭০০ টাকা। এখন একসঙ্গে বিল দিয়েছে ৩০ হাজার টাকা। এগুলো কোথা থেকে দেব।
বিদ্যুৎ অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ জানান, গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে বিল পর্যালোচনাসহ সংশোধনে সহায়তা করা হবে।
খবর পড়ুন:
আজিজুল হক বাদশা আর নেই, চুরাশিয়ানদের শোক
চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে গুনে গুনে ঘুষ নেয়ার অভিযোগ
কক্সবাজারে ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর আত্মপ্রকাশ
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।