মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলায় এসএসসি’র ফলাফলে সাফল্যের শীর্ষে রয়েছে ঘুমধুম উচ্চ বিদ্যালয়। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে পাশের হার শতকরা ৮৮’৫৪ ভাগ। যা পুরো উপজেলার মধ্যে সর্বোচ্চ। পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলায় এসএসসি-তে পাশের হার শতকরা ৭৪’২৭ ভাগ।

একইভাবে পুরো নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাশের সংখ্যার দিক থেকেও ঘুমধুম উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এবারের এসএসসি ফলাফলে ঘুমধুম উচ্চ বিদ্যালয় উত্তীর্ণ হয়েছে মোট ১৩৯ জন পরীক্ষার্থী। নাইক্ষ্যংছড়ি উপজেলায় এসএসসি’র ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাইশারী উচ্চ বিদ্যালয়। বাইশারী উচ্চ বিদ্যালয়ের পাশের হার শতকরা ৮৬’৫৪ ভাগ। উত্তীর্ণের পাশের হার শতকরা ৭৯’৪৯ ভাগ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের পাশের হার শতকরা ৭৮’১২ ভাগ। চাকঢালা এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের পাশের হার শতকরা ৭৭’৫৯ ভাগ। নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়
নাইক্ষ্যংছড়ি সালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার শতকরা ৭০’৯৭ ভাগ। যা পুরো উপজেলার মধ্যে সর্বনিম্ম।

নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের মিয়ানমার সীমান্তের কাছাকাছি অবস্থিত ঘুমধুম উচ্চ বিদ্যালয় একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র। এ পরীক্ষা কেন্দ্র মোট ৩ টি স্কুলের ৪৬৩ জন পরীক্ষার্থী ২০২৪ সালে পরীক্ষা দিয়েছে।

ঘুমধুম উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে নাইক্ষ্যংছড়ি উপজেলায় সাফল্যের শীর্ষে থাকার বিষয়ে প্রধান শিক্ষক (ভা:) মুহাম্মদ শাহজাহান বলেন, এ অর্জনের কৃতিত্ব তাঁর একার নয়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক, উপজেলা প্রশাসন, শিক্ষা প্রশাসন, এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান আরো বলেন, সংখ্যার দিক থেকে নয়, মানের দিক থেকে ঘুমধুম উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। এই প্রয়াসে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Write to Abu Siddique Osmani