অনলাইন ডেস্ক:
নাটোরের লালপুরে এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই মামলায় অপর আরেকটি ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্ত যুবক- লালপুর উপজেলার অমরপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সাব্বির আলী এবং খালাস প্রাপ্ত অপর দুজন হলেন- একই এলাকার আব্দুল মান্নান ও মুক্তার হোসেন।
সোমবার(১৩ মে) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লালপুর উপজেলার অমরপুর এলাকায় ২০২০ সালের ২০ নভেম্বর রাতে দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে অপহরণ করে সাব্বির আলী ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সাব্বিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে সাব্বিরের বাবা ওই মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়ে সময় ক্ষেপণ করতে থাকে। পরে ডিসেম্বর মাসের ৭ তারিখে ভুক্তভোগীর বাবা সাদেকুল ইসলাম টেনু লালপুর থানায় বাদী হয়ে সাব্বির আলী ও তার বাবা আব্দুল মান্নানের নাম উল্লেখ করে আরও ২/৩জন অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। তারপর পুলিশ অভিযান চালিয়ে অমরপুর নিজ বাড়ি থেকে সাব্বিরের বাবা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ২০২১ সালের ১৬ মার্চ রাতে সাব্বিরকে রাজশাহী শহরের রাজপাড়া থানার বহরমপুর থেকে গ্রেপ্তারসহ ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এ সম্পর্কিত আরও খবর
৩ কোটি ৬ লক্ষ টাকার ইয়াবা পাচারের মামলায় ৭ রোহিঙ্গার যাবজ্জীবন
হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু: তদন্ত কমিটির পরিদর্শন
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।