রাজধানীতে ১৮১৫ পিস ইয়াসা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম জান্নাতুল ফেরদৌস হিমু (৩২)।
বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এমজে সোহেল শুক্রবার(২৪ মে) এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে জান্নাতুল ফেরদৌস হিমুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে গ্রেফতার হিমু একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।