নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক ও নারীসহ অর্ধশতাধিক।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার কাইটাল ইউনিয়নের কেশজনি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। গুরুতর আহত নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোরদের মধ্যে কেশজানি গ্রামের খেলার মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় কেশজানি গ্রামের আনাছ (১৮) ও জয়পাশা গ্রামের ফারুক (২২) এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনার জেরে সন্ধ্যায় জয়পাশা সরকার বাড়ির লোকদের সঙ্গে কেশজানি গ্রামের সাবেক মেম্বার মাখনের লোকদের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন।
এ সময় সংবাদকর্মী আলী আজগর পনির গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র ঘোষ বলেন, অনেক রাত পর্যন্ত অনেক রোগী এসেছে। এ পর্যন্ত ৩৪ জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আবার অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমার পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।