মুষলধারে বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের নদীগুলোতে দ্রুত পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার আতঙ্কে আছেন সিলেটের মানুষ।

রবিবার(২ জুন) থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সবকয়টি নদীর পানিই বেড়ে গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে জেলার প্রধান নদী সুরমার পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপরে এবং সুনামগঞ্জে ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২১৪ মিলিমিটার।

উল্লেখ্য, আসামের বন্যার পাশাপাশি মেঘালয়ের পাহাড়ি ঢলের প্রভাবে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেটের মানুষজন।