নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে। প্রণোদনা হিসেবে ৬টি পরিবার পেয়েছে নগদ টাকা, চাল ও ঢেউটিন।
সোমবার (৩ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছে, বাইশারী বাজারে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার এবং দোছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১টি পরিবার।
তাদের হাতে নগদ ১১ হাজার টাকা, ৩০ কেজি চাল এবং ২ বান্ডিল করে ঢেউটিন তুলেন দেন নাইক্ষ্যংছড়ি ইউএনও মোঃ জাকারিয়া।
উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সহায়তা বিতরণকালে দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইমরানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকারিভাবে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।