মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজারের উখিয়ার মেয়ে শাহিদা আক্তার রিপা।
বুধবার ২২ ডিসেম্বর ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। এ ফাইনাল ম্যাচে উখিয়ার মেয়ে শাহিদা আক্তার রিপা ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক ৫ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরবও অর্জন করে কক্সবাজারের শাহিদা আক্তার রিপা।
একই সাথে ২ টি কৃতিত্ব অর্জনকারী শাহিদা আক্তার রিপা বুধবার তাঁর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন-
“আলহামদুলিল্লাহ
আপনাদের দোয়ায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
আর আমি টুর্নামেন্ট এর সেরা গোলদাতা ও আজকের ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছি।
এই অর্জন শুধু আমার না, আমার টিমের, আমার কক্সবাজারবাসীর ও বাংলাদেশের।
দোয়া করবেন দেশের জন্য, যাতে, আরও সুনাম বয়ে আনতে পারি।”
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে শাহিদা আক্তার রিপা সর্বোচ্চ গোলদাতা ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করার পর উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমদ তাঁর অফিসিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে শাহিদা আক্তার রিপা-কে অভিনন্দন জানিয়ে বলেন-
“অভিনন্দন! বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দল।
উখিয়াবাসীকে গর্বিত করার জন্য ফাইনাল এর সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা উখিয়ার মেয়ে রিপাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।”
সিবিএন পরিবারের অভিনন্দন :
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে উখিয়ার মেয়ে শাহিদা আক্তার রিপা সর্বোচ্চ গোলদাতা ও ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করায় সিবিএন পরিবার তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সিবিএন পরিবার কক্সবাজারবাসীর গর্বের ধন শাহিদা আক্তার রিপা’র উত্তরোত্তর আরো সাফল্য কামনা করেছেন।