স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে এরই মধ্যে দামামা বাজতে শুরু করেছে বৈশ্বিক এই টুর্নামেন্টের। আর সময়ের হিসেবে আর মাত্র ৩৩ দিন বাকি বিশ্বকাপের।
সীমিত ওভারের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সুপার ফোরে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম ৪ দল। যদিও এ নিয়ে এখন থেকেই শুরু হয়েছে নানান সমীকরণ। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে।
সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়ার নারী দলের দুইবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও ধারাভাষ্যকার লিসা স্থালেকারও ভবিষ্যদ্বাণী করেছেন। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজের পছন্দের পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন তিনি।
লিসা স্থানেলেকের চোখে শীর্ষ পাঁচ ক্রিকেটার হলো জাসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, বাবর আজম, স্টিভ স্মিথ এবং শাহীন শাহ আফ্রিদি।
এ তালিকায় সবার ওপরে ভারতীয় পেসার বুমরাহকে রেখেছেন তিনি। লিসার ভাষ্যমতে, আমি বুমরাহকেই এক নম্বরে রাখব। শুরুতে উইকেট তুলতে হলে ওপেনিং বোলারের গুরুত্ব অনেক। তারপর ডেথ ওভারেও বোলিং করতে হয় তাকে।
বুমরাহর পরই রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। লিসার দাবি, বৈশ্বিক টুর্নামেন্টে চাপ সামলানোর ক্ষমতা তার রয়েছে। তার মতে, ব্যাটিংয়ের পয়েন্ট অব ভিউ থেকে আমি কোহলিকে দ্বিতীয়তে নিব। কারণ, বড় ইভেন্টে ঘরের মাঠের দর্শকদের সামনে চাপ সামলে খেলার সামর্থ্য কোহলির রয়েছে। এটা খুব সম্ভবত তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। এটা তার জন্য বড় সুযোগও।
পছন্দের তালিকায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও রেখেছেন অজিদের এই তারকা ক্রিকেটার। লিসার ধারণা, বিশ্বকাপের আসন্ন আসরে রান পাবেন গ্রিন ম্যানদের অধিনায়ক।
দুইবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের মন্তব্য, আমার মনে হয় বাবর বিশ্বকাপে অনেক রান করবে। কন্ডিশন ও ফরম্যাট-দুটোর সঙ্গে সে মানিয়ে নিতে পারবে। সে এমন ধরণের ব্যক্তি যে কি না সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং ব্যাটিং লাইন-আপের আঠাও বলতে পারেন।
লিসা তালিকায় চতুর্থ নম্বরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং পঞ্চম স্থানে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে বেছে নিয়েছেন।
-Rtv