মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সারাদেশে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিএনপি’র কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও চট্টগ্রাম মহানগরীর শনিবার ১৪ মে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় বিএনপি থেকে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে একত্রে চট্টগ্রাম বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ তিনটি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
সারাদেশে বিএনপি’র সকল সাংগঠনিক জেলা সমুহে শনিবার এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের উল্লেখিত তিনটি জেলার বিক্ষোভ সমাবেশ গুলোতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।