প্রথম দিন-৩ টি খেলায় সরকারী বিদ্যালযের প্রাধান্য
মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়িতে আন্ত:স্কুল-মাদরাসা বালক-বালিকা ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
প্রথম দিন-৩ টি খেলায় সরকারী বিদ্যালযের প্রাধান্য। শনিবার সকাল ও বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে বালক দল ৮ টি বালিকা দল ৮ টি। খেলা উদ্বোধন হয় সকাল ৯ টায়।
বান্দরবানের ইউএনডিপি অর্থায়নে এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অনন্যা কল্যান সংস্থার সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন।
উদ্বোধক ছিলেন,একেএস’র ডনাই প্রু নেলী,বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দীন,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ মস্পাদক মাঈনুদ্দিন খালেদ,প্রেস ক্লাব আহবায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল,কমিটির সদস্য জয়নাল আবেদীন টুক্কু। সার্বিক তত্বাবধানে ছিলেন টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব আবদুল হালিম ফারুখ।
এ সময় বালিকাদের ১টি (প্রথম) খেলা সকালে অনুষ্টিত হয়। বালকের দু’টি খেলা হয় বিকেলে।
সকালের বালিকাদের খেলায় অংশ নেয় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় বনাম নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এক ঘন্টার এ খেলায় কোন পক্ষই গোল করতে পারে নি। পরে ট্রাইবেকারে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে জয় পান।
বালকদের প্রথম খেলা বিকেল ৩ টায় শুরু হয়। খেলায় নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইন:আলিম মাদরাসার বালকদল বনাম বড়ইতলী জুনিয়র হাইস্কুল বালকদলের খেলায় মদিনাতুল উলুম ২-০ গোলে জয় লাভ করেন।
বিকেল সাড়ে ৪ টায় মাঠে নামে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় বনাম চাকঢালা উচ্চ বিদ্যালয়। মধ্যকার খেলায় এ নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে জয় লাভ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।