মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ফাইতং উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ঝাঁকঝমকপূর্ণভাবে শুক্রবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মার্মা। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা চৌধুরী, সাধারণ সম্পাদক টিংটিং মে মার্মা ও যুগ্ন সাধারণ সম্পাদক মিল্কি চৌধুরী প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্ভোধন করেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে শাহেলা বেগমকে সভাপতি, ইয়াসমিন আরা বেগম, জান্নাতুল মাওয়া, মমতাজ বেগম, গোলাপজান বেগম ও ইসমত আরা বেগমকে সহ-সভাপতি, শৈওয়ংচিং মার্মাকে সাধারণ সম্পাদক, আমেনা বেগম ও আয়েশা বেগমকে যুগ্ন-সাধারণ সম্পাদক, জুলেখা আক্তার, আমেনা বেগম ও শারমিন জান্নাত লিপিকে সাংগঠনিক সম্পাদক করে আংশ কমিটি গঠন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, আগামী এক মাসের মধ্যে সকলের সাথে সমন্বয় করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে মো. জালাল উদ্দিন সভাপতি, উ¤্রামং মার্মা, শহিদুল্লাহ মিন্টু, ধর্ম চরণ ত্রিপুরা ও মাহমুদুর রহমান শুক্কুর সহ-সভাপতি, ওমর ফারুখ সাধারণ সম্পাদক, শেখ এহসান উল্লাহ ও থোয়াইহ্লা মার্মা যুগ্ন সাধারণ সম্পাদক, বেলাল উদ্দিন আইন সম্পাদক, ক্য¤্রাউ মার্মা ও সুজা আকবর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। এ কমিটিও গঠনের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৬৯ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নব গঠিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতাসহ অসংখ্য ভাতা চালু করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই মহিলা আওয়ামীলীগ কর্মীদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।