আবুল কালাম, চট্টগ্রাম :
চমেক ছাত্রাবাসে হামলার ঘটনায় চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সমর্থিত ছাত্রলীগের ১৬ নেতা কর্মীদের নামে নগরীর পাঁচলাইশ থানায় আরও একটি মামলা করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ইন্টার্ন চিকিৎসক ৫৮তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী ইমন শিকদার মামলাটি দায়ের করেন।
ইমন শিকদার ক্যাম্পাসে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিতি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, মামলায় ২৯ অক্টোবর রাতে ছাত্রাবাসে ভাঙচুর, মারধর, চুরি ও হুমকি প্রদর্শনের অভিযোগ আনা হয়।
এ নিয়ে গত ২৯ অক্টোবর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মাহাদি জে আকিব নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এক ছাত্রলীগ নেতা নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আরও একটি মামলা করেন। আসামিরা সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজের এমবিবিএস ও বিডিএস’র বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।