চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বাংলাদেশে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় দল। আ. লীগের অবস্থান দেশেও নেই, বিদেশিও নেই। আওয়ামী লীগ একটা অস্বাভাবিক সরকার। তারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়।
শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেগা কনভেনশন কমিউনিটি সেন্টারে জুলধা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ এখন রাস্তায় নেমে গেলো। এখন আর তাদের (আ.লীগকে) ভয় পায় না। তারা বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করে নিয়েছে। ২০১৪ সালে একতরফা নির্বাচন হয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। বাংলাদেশের জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিচার বিভাগ হাসিনা সরকারের অধীনে চলে, সেপ্টেম্বরের মাস আন্দোলনের মাস। আমরা এখন থেকে সরকার পতনের বিভিন্ন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন সংগ্রামে বাঁধা হলে প্রতিরোধ করা হবে। বিএনপি নেতা শামীম আরও বলেন, আমরা ভোট চাই তবে শেখ হাসিনার অধীনে নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।এখনো সময় আছে, ভালোই ভালোই কেটে পড়েন। না হয় পালানোর সুযোগ পাবেন না। বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। আন্দোলন সংগ্রাম করে তাকে মুক্ত করব।
জুলধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী মঈনুদ্দিনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. মামুন মিয়া।
জুলধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সালাউদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য এডভোকেট এস. এম. ফোরকান, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান। এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য মনির আলম ছোটন, কর্ণফুলী উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফয়সাল, যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর মেম্বার, বড়উঠান ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার নয়ন, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম হানিফ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিম খান, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তৈয়ব কন্টাক্টর, শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলাইমান দোভাষী, কর্ণফুলী যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, সোলাইমান দোভাষীসহ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন- ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাজী মঈনুদ্দিনকে সভাপতি মো. সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মো. ওয়াসিমকে সাংগঠনিক করে জুলধা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।