অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর রোড মার্চ নয়, এবার ঢাকা পতনের আন্দোলন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভায় রাত ৮টার দিকে তিনি একথা বলেন।
চট্টগ্রামে বিএনপির রোডমার্চ শেষে জনসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা, ফেনী ও মিরসরাই হয়ে রোডমার্চটি চট্টগ্রামে এসে রাত ৮টার দিকে শেষ হয়।
মির্জা ফখরুল বলেন, ‘চট্টগ্রামে গণবিস্ফোরণ। কি, তাই না। মানুষ জেগে উঠেছে না?। ওরা টিকে আছে শুধু বন্দুকের জোরে। আপনারা দীর্ঘ ৫ ঘণ্টা অপেক্ষা করেছেন আমার জন্য। কেন? এটি শোনার জন্য যে, শেখ হাসিনা কবে যাবি’।
বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক কথা বলেছি, আন্দোলন করেছি। এটি শেষ রোড মার্চ। এবার ঢাকার রাজপথে। ঢাকায় পতন ঘটাতে হবে। শেখ হাসিনাকে পরিষ্কার করে বলতে চাই, অনেক মানুষ খুন করেছেন। আমাদের ভাইদের গুম করেছেন। পুলিশ ভাইদের বলতে চাই, আর অন্যায় আদেশ মানবে না। অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না এবং আর গায়েবি মামলা দেবেন না। মানুষ জেগে উঠেছে। শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর করেন তো, ভালো।’
ফখরুল বলেন, ‘সংসদ বিলুপ্ত করেন। নির্বাচন কমিশন নতুনভাবে গঠন করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছেন। মুখ দিয়ে, সেটি বের হয়ে গেছে। কী দরকার চিকিৎসার। খালেদা জিয়ার বয়স ৮০ পার হয়েছে’।
সামনে দুর্গাপূজা উপলক্ষে আন্দোলন বন্ধ রাখার কথা জানিয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আন্দোলনের রুপরেখা ঘোষণা করেন। এরমধ্যে ৯ অক্টোবর বিভাগীয় পর্যায়ে সমাবেশ, ১২ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ছাত্র সমাবেশ, ১৪ অক্টোবর বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে অনশন, ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ এবং ১৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ। সেখানে বিএনপির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লাহর কাছে দোয়া করি ১৮ অক্টোবরের কর্মসূচি যেন শেষ কর্মসূচি হয়।
-আজকের পত্রিকা