মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ব্র্যাক শিক্ষা কর্মসূচী জি.আর.ই.এস.পি’র আওতাধীন ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রি বিতরণ করা হয়েছে।

১ লা নভেম্বর বাহির মাঠ সরকারি প্রা. বি. ও হাজির মাঠ সরকারি প্রা. বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রি বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই বিতরণ অনুষ্ঠান।

এসময় ব্র্যাক শিক্ষা অফিসার মোহাম্মদ মতিউর রহমান ও প্রধান শিক্ষকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২১ শে নভেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার কার্যালয় হল রুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপজেলা শিক্ষা অফিসার আকতার উদ্দিন, প্রধান শিক্ষক নুরুল বশার, মোঃ হাসান প্রমুখ।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, ভলিবল, নেটসহ বিভিন্ন খেলার সামগ্রি বিতরণ করা হয়।

এটিও আকতার উদ্দিন এর সংঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, ব্র্যাক শিক্ষা অফিসার মতিউর রহমান। বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশার, প্রধান শিক্ষক আবু তাহের। এতে কিশোর অপরাধ, জেন্ডার বৈষম্য, বাল্যবিবাহ নিয়েও আলোচনা করা হয়।

সভাপতি বক্তব্য তিনি বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার্থীদের উন্নয়নের জন্য ব্র্যাক (জি আর ই এস পি)’র শিক্ষা কর্মসূচী প্রশংসনীয়। কারন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক গড়ে তোলে শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া ও শিক্ষা সামগ্রি বিতরণসহ চলমান কার্যক্রম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা বয়ে আনবে বলে মনে করেন।