ইয়াছির আরাফাত খোকন
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত বহিঃ বাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের অধীনে এসএসসি ও এইচএসসি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (২০২৪) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আমিরাতে কর্মরত বা বসবাসকারী বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ে মাধ্যমে এসএসসি ও এইচএসসি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।
শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশ কমস্যুলেট জেনারেল দুবাই তাদের ভেরিফাইড ফেসবুকে পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিরাত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃক বহিঃ বাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে (২০২৪ ব্যাচ) এসএসসি ও এইচএসসি ভর্তি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। প্রবাসী আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীগণকে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ওয়েবসাইট (https://forms.gle/i5yYws4GyotjtQaDA) ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে। শিক্ষা জীবন শেষ করতে না পারা প্রবাসীরা জানান, বিদেশের মাটিতে পড়াশোনা করার সুযোগ হবে কখনো ভাবতে পারিনি। এটা একটা প্রাণের দাবি ছিলো প্রবাসীদের, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের মাধ্যমে কাজের পাশাপাশি শিক্ষা জীবনের পরিসমাপ্তি করতে পারবে প্রবাসীরা। পরিবার পরিজনের আর্থিক সর্চ্চলতার অর্থ উপার্জনের আশায় শিক্ষা জীবনের ইতি না টানতেয় প্রবাসী হয়ে পড়েন অনেক শিক্ষার্থী তাদের স্বপ্ন এবার বাস্তবে রুপ লাভ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।