ভালোবাসা দিবসের পর থেকে শুরু অ্যান্টি ভ্যালেনটাইনস উইক। অ্যান্টি-ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন স্ল্যাপ ডে (থাপ্পড় দিবস)। সম্প্রতি যে-সব ব্যক্তি ব্রেকআপের মধ্য দিয়ে গেছেন তাদের জন্য এই দিনটি বিশেষভাবে বিখ্যাত।
তবে থাপ্পড় দিবসে আপনার প্রতারক সঙ্গীকে সরাসরি চড় মারবেন বিষয়টা এমন নয়। এই দিবসে থাপ্পড় মূলত আপেক্ষিক। এখানে থাপ্পড়ের অর্থ আপনি আপনার সাফল্য বা কথা দিয়ে সঠিক সময়ে তাকে বার্তা দিবেন।
থাপ্পড় দিবস কেন পালিত হয়?
ভ্যালেন্টাইনস সপ্তাহে দম্পতিরা একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করেন। যারা ভ্যালেন্টাইনস সপ্তাহ উদ্যাপন করতে পারেননি, এটি তাদের জন্য। গোটা বিশ্বেই এই চলতি সপ্তাহের নাম ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’।
যারা তাদের সঙ্গীর প্রতি সন্তুষ্ট নয়, তারা অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করেন। অ্যান্টি ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় স্ল্যাপ ডে দিয়ে।
প্রতি বছর ১৫ ফেব্রুয়ারি স্ল্যাপ ডে পালন করা হয়। এর পেছনে আকর্ষণীয় কারণ রয়েছে। যারা প্রেমে প্রতারিত হয়েছেন তাদের জন্য এই দিনটি বিশেষ। থাপ্পড় দিবস উদযাপনের পেছনের কারণ হলো আপনি আপনার সেই সঙ্গীকে বলতে পারেন যে আপনি তার প্রতি রাগান্বিত।
একটি কড়া থাপ্পড় মেরে জীবন থেকে পুরনো বাজে ও তিক্ত স্মৃতিগুলোকে ফেলে দিতেই স্ল্যাপ ডে। এই দিন থেকে সুখী জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকেই।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।