বদরুল মনসুর:
বৃটেনের বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বর্ণালী চন্দ গত রোববার বেলা ২ ঘটিকায় বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরের ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন করেছেন। এই সময় ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির চেয়ারম্যান ও ফাউন্ডার্স ট্রাষ্টি এম আনোয়ার আলী, কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট কমিটির সেক্রেটারি ফাউন্ডার্স ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান এম আক্তারুজ্জামান কুরেশি নিপু, ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানোর পর বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বর্ণালী চন্দ বলেন, বৃটেনের কার্ডিফের শহীদ মিনার আমাদের অহংকার গৌরব ও ঐতিহ্যের প্রতীক। বৃটেনের ওয়েলসের মাটিতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা প্রথম শহীদ মিনার প্রতিষ্টায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ফাউন্ডার ট্রাষ্ট কমিটি সহ সকল অবদানকারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন , অনেক ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে একটি জাতি তার কাংখিত লক্ষ্যে পৌছাতে পারে বাঙালির স্বাধীনতার ইতিহাস ও অমর একুশ তার উজ্জ্বল দৃষ্টান্ত।’ এখানকার নতুন প্রজন্মের সন্তানদের সামনে ও বৃটিশ এবং ওয়েলস নাগরিকবৃন্দকে আমাদের ভাষা., কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সাফল্য সম্ভাবনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়নের ও সম্ভাবনাময় বিনিয়োগের চিত্র তুলে ধরার জন্য তিনি কমিউনিটির সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানান।
এদিকে বৃটেনের বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বর্ণালী চন্দ, কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার ও পরিদর্শনে এলে কার্ডিফ শাহজালাল মসজিদ ও বাংলা স্কুল কমিটির নেতৃবৃন্দ সহকারী ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আন্তরিকতার সাথে স্বাগত জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।