বলরাম দাশ অনুপম:
কক্সবাজারে উদযাপন করা হয়েছে পানিহাটি চিড়া দধি মহোৎসব। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এই মহোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে দুপুরে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন-পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে ধর্ম পালন করা যায় না। মানুষের কল্যাণে কাজ করার নামই ধর্ম।

কক্সবাজার ইসকনের সহ সভাপতি অমল হরি গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ধর্মীয় আলোচনা সভায় আর্শিবাদক ছিলেন ভারতের বৃন্দাবন শ্রীধামের শ্রীমৎ ভক্তি কেবল গোপেন্দ্র কৃষ্ণ স্বামী মহারাজ। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন ইসকন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎবন্ধু গৌরাঙ্গ দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর, কক্সবাজার সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম ও সদর উপজেলা পূজা কমিটির সাবেক সভাপতি দীপক দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন নিলামবর দাস নিদীপ প্রভু।

দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল আরতি, শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীর রাজবেশ দর্শন, বণার্ঢ্য শোভাযাত্রা, শ্রীশ্রী গৌর নিতাইর মহাভিষেক অনুষ্ঠান, চিড়াদধি মহাপ্রসাদ বিতরণ, ভোগ আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান।