প্রবাসী ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের সেতাপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করে এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরাম।
সকাল ১০টায় জাতীয় সংগীত ও মালয়েশিয়া সংগীতের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইবেকারে ২-০ বাংলাদেশ এফসি মালয়েশিয়াকে হারিয়ে টিম ইলেভেন কক্সবাজার চ্যাম্পিয়ান হয়।
চ্যাম্পিয়ান দলকে পুরষ্কার হিসেবে ট্রফি ও নগদ ৩০০ মালয়েশিয়া রিঙ্গিত দেয়া হয়। রানারআপ বাংলাদেশ এফসি মালয়েশিয়া পায় ২০০ রিঙ্গিত। সেই সঙ্গে ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যাম্পিয়ান দলের ইসরাক লাবিব। টপ স্কোরার হন রানার আপ দলের মো. আলীম। সেরা গোলরক্ষক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মো. হোসাইন।
টুনামেন্টে ২১টি বাংলাদেশি প্রবাসী দল অংশগ্রহণ করে।
এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে খেলা পরিচালনা করেন টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের।
পুরস্কার বিতরণ করেন এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উপদেষ্টা মো. মোশাররাফ হোসেন।
দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বাসিন্দারা খেলাটি উপভোগ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।