অনুপম বড়ুয়া টিপু ফ্রান্সের প্যারিস থেকে :
১৬ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় সোনার বাংলা রেস্টুরেন্টে অঙ্কুর পরিবার বারি শাখার উদ্যেগে বিজয় ফুল কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুজ বড়ুয়ার সভাপতিত্বে অনুস্টিত সভায় শিশু -কিশোরা সবাইকে বিজয় ফুল পরিয়ে দেন।
সভায় ১৯৭১ নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন রাতুল,পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করে শ্রেয়া বড়ুয়া। কবিতা পাঠ করে রাতুল,মুহিদুল ইসলাম রাজ, ইকরা,যোগেশ্বর বড়ুয়া, হৃদ্য,শাওন,শ্রেয়া বড়ুয়া প্রমুখ।সালেহ অাহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ কল্যান সমিতির সভাপতি অাব্দুল কাদের, অঙ্কুর বারি শাখার সভাপতি মাহমুদুল ইসলাম খোকন, সাব্বির ও মনিরা বেগম।
সভায় সম্মানিত অতিথি হিসেবে তমিজউদদীন, হান্নান শাহ রওশন ফিরোজ উপস্থিত ছিলেন। সভাশেষে দেশাত্মবোধক গান পরিবেশ করে সুম্পা বড়ুয়া। হাইওয়ান গীটারে ” সবকটা জানালা খুলে দাওনা” ‘তুমি কি দেখছে কভু’ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন” পর পর তিনটি গান পরিবেশন করেন অনুজ বড়ুয়া।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।