প্রেস বিজ্ঞপ্তি:
শনিবার ১২ ফেব্রুয়ারী বিকালে উখিয়া উপজেলার রাজাপালংস্থ সদর দপ্তরে ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার মো: নাঈমুল হক পিপিএম’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উখিয়া উপজেলা শাখার প্রচার সম্পাদক নুরুল ইসলাম বিজয় ।
১৪ এপিবিএন এর পুলিশ সুপার নাইমুল হক’র নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পে নির্মুল হচ্ছে মাদক চোরাচালান, কালোবাজারি, অস্ত্র পাচার রোধ। রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও ক্যাম্প পুলিশ সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে এপিবিএন পুলিশ সাহসিকতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত ১ বছরে অপরাধের সাথে জড়িত ২২০ জন কথিত আরসা সদস্য সহ ৮৬৮ জন সন্ত্রাসীকে আটক করেছেন ১৪ এপিবিএন পুলিশ।
১৪ এপিবিএন পুলিশের এই মহৎ কর্মের জন্য – অধিনায়ক পুলিশ সুপার মো: নাঈমুল হক পিপিএম কে উখিয়া উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।