জে চাহেদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী জাহাজ বে-ওয়ান ক্রুজ আধঘণ্টা চলার পর ইঞ্জিনে আগুন লেগেছে বলে জানা গেছে। এসময় জাহাজের ৫ তলা থেকে ধোঁয়া বের হতে থাকলে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
জাহাজটি মাঝ সাগরে নোঙর করা হয়।
তবে এক যাত্রীর সাথে কথা হলে, তিনি বলেছেন এখন জাহাজ বন্ধ। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে।
আপডেট ১ঃ২০ টা- আগুন বন্ধ হয়েছে, ৪০/৪৫ মিনিট ধরে ইঞ্জিন বন্ধ। যাত্রীদের সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়েছে। যাত্রীদের কেউ হতাহত হয়নি।
আপডেট ১ঃ৫০টা – জাহাজ এখনও আগের জায়গাতেই আছে, কুতুবদিয়ার কাছাকাছি এঙ্কর করা হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছে। নেটওয়ার্কের সমস্যার কারণে স্বজনরা অনেককেই ফোনে পাচ্ছেন না। জাহাজ সিঙ্গেল ইঞ্জিন নিয়ে সেন্ট মার্টিন যাবে নাকি চট্টগ্রাম ফিরে আসবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।