স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ৬ রানে হেরে গিয়েছে বাংলাদেশ। রবিবার অঘটনের হারের সেই ম্যাচে বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশের শাকিব আল হাসান। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সব থেকে বেশি উইকেটের মালিক এখন তিনি।

রবিবার চার ওভার বল করে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন শাকিব। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১০৮টি উইকেট হল। টপকে গেলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে।

মোট ৮৯টি ম্যাচে শাকিবের ১০৮টি উইকেট হল। মালিঙ্গার ৮৪ ম্যাচে ১০৭টি উইকেট। তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। তাঁর উইকেট সংখ্যা ৯৯। মোট ৯৮টি উইকেট নিয়ে এর পর রয়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। পঞ্চম স্থানে আফগানিস্তানের রশিদ খান। তাঁর উইকেট সংখ্যা ৯৫। ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চহাল। ৬৩টি উইকেট নিয়ে তিনি ২০ নম্বরে রয়েছেন।