জে.জাহেদ, চট্টগ্রাম:

মহামারী কোভিড- ১৯ থেকে রক্ষার্থে স্বাস্থ্য ও মানবাধিকার সচেতনতামূলক কার্যক্রম পালন করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন (বিএইচআরএফ)।

৩১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে পাবলিক হাই স্কুলে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম পালিত হয় ।

মহামারী কোভিড- ১৯ থেকে রক্ষায় স্বাস্থ্য ও মানবাধিকার সচেতনতায় অংশগ্রহনকারী প্রায় ১০০০ এর বেশি শিক্ষার্থীদের মাঝে মাস্ক স্যানিটারি সহ অন্যান্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- বিএইচআরএফ ।

রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলওয়ে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীদের করোনা সচেনতা, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে আলোচনা অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষার জন্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ডিরেক্টর (অর্গানাইজিং) এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহ্সান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএইচআরআফ ডবলমুরিং থানা সেক্রেটারী মোঃ এরশাদ আলম, রেলওয়ে পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, শিক্ষানুরাগী মোঃ জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি মোঃ আবুল হাসান, সংরক্ষিত মহিলা অভিভাবক নাসিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মাকসুদুর রহমান, শিক্ষক সুমন নাছরিন, মানবাধিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান, বিএইচআরএফ কালচারাল ফোর্সের নজরুল হোসেন (শুকরিয়া) ক্রীড়া শিক্ষক মোঃ মনির হোসেন, শিক্ষক সোহরাব হোসেন, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক ফারুক আহম্মদ, শিক্ষিকা মার্জিয়া আক্তার প্রমুখ।

মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহ্সান অনুষ্ঠানের সকলের উদ্দেশ্যে বলেন, সকল পর্যায়ে শিশুদের অধিকার ও সুবিধা ভোগ করার স্বীকৃতি আছে । কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, শিশুদের অধিকার ক্ষুন্ন হয় সর্বোচ্চ পর্যায়ে । শিশু-কিশোরীদের আধিকার রক্ষা করা গেলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য তারা ভবিষ্যতে সুনাগরিক হয়ে উঠবে । কোভিট- ১৯ থেকে রক্ষার জন্য সকল বিধি-নিষেধ কঠোরভাবে মানতে সব সময়ে সকলকে সার্বক্ষণিক সচেতন থাকতে হবে ।’

প্রধান অতিথি তাঁর বক্তব্যে করোনার বিধি নিষেধ মানার ক্ষেত্রে রেলওয়ে পাবলিক হাই স্কুলকে বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ সচেতন মানবাধিকার বান্ধব স্কুল হিসাবে ঘোষণা করেন । তিনি এই ব্যাপারে স্কুল কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকের ভূয়সী প্রসংশা করেন ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিএইচআরআফ ডবলমুরিং থানা শাখা।