নীতিশ বড়ুয়া, রামু:
রামুতে জমে উঠেছে সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ। দ্বিতীয় দিনের খেলায় ট্রাইব্রেকারে বিজয়ী হয়েছে ‘ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল। ট্রাইব্রেকারে ‘ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল’ ৪-২ গোলে ‘নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে। এতে জয়ী দল দুই পয়েন্ট ও পরাজিত দল এক পয়েন্ট অর্জন করেছে।
দ্বিতীয় দিনের খেলায় ‘ম্যান অবদ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছে, ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দলের সজল বড়ুয়া (৫০ উর্ধ্ব)’ প্রতীতি বড়ুয়া (অনুর্ধ্ব ৫০) ও নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলের কাকন বড়ুয়া (৫০ উর্ধ্ব)’ জিটু বড়ুয়া (অনুর্ধ্ব ৫০)।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এ ফুটবল টুর্ণামেন্ট ঘিরে সাবেক ফুটবল খেলোয়াড় ও ফুটবল ক্রীড়া অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বিকালে রামু স্টেডিয়ামে অনুষ্ঠতি ‘রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২’ দ্বিতীয় দিন মাঠে খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম ও মোস্তাক আহমদ, সৌদি আরব রামু সমিতির সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসাইন সিকদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক নীতিশ বড়ুয়া।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ পরিচালনা কমিটির আহ্বায়ক রাজু বড়ুয়া স্বাগত বক্তৃতায় ও সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলোয়াড় পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সদস্য বিজন বড়ুয়া, রামু উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী প্রমূখ।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের দ্বিতীয় দিনের খেলার নির্ধারিত সময়ে উভয় দল দাপটের সাথে খেলেও শেষ মিনিট পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। ফলে ট্রাইব্রেকারে নিষ্পত্তি করা হয় খেলাটি। এতে জয়-পরাজয়ে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
খেলা পরিচালনায় আবুল কাশেম কুতুবি রেফারি, কামরুল আহসান সোহেল, মোহাম্মদ ইছহাক ও সুবীর বড়ুয়া বুলু সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।
ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল: কিশোর বড়ুয়া (অধিনায়ক), অভি বড়ুয়া (গোলরক্ষক), সজল বড়ুয়া, প্রতীতি বড়ুয়া, ইলক বড়ুয়া, রাশেদুল ইসলাম বাবু, প্রবাল বড়ুয়া, আহাম্মদ, তাজল বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, ব্যোমকেশ বড়ুয়া, সবুজ বড়ুয়া, মোরশেদুল আলম, সুকুমার বড়ুয়া, মো. ইউনুচ রানা, সুজিব বড়ুয়া, তরুপ বড়ুয়া, রাজু বড়ুয়া।
নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল: সুপন বড়ুয়া শিপন (অধিনায়ক), কাকন বড়ুয়া (গোলরক্ষক), টিপু বড়ুয়া, পিপলু বড়ুয়া কমল, কাজল বড়ুয়া, জিটু বড়ুয়া, সুকুমার বড়ুয়া, সোহাস বড়ুয়া, সংগীত বড়ুয়া, বিমল বড়ুয়া। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, তরুন বড়ুয়া, দুলাল বড়ুয়া, ওমর ফারুক মাসুম, তুহিন বড়ুয়া শানু, পলক বড়ুয়া আপ্পু, মুর্শেদুল আলম, মোহাম্মদ হোসাইন, আপন বড়ুয়া, প্রকাশ সিকদার, গিয়াস উদ্দিন।
রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগের পরবর্তী খেলা পবিত্র রমজানের পরে অনুষ্ঠতি হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।