শাহেদ মিজান, সিবিএন:

কক্সবাজারের সদরের চৌফলদন্ডী ব্রীজের নিচ থেকে মো সায়েম (২২) নামের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক খুরুশ্কুল তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার আবু ছৈয়দের পুত্র। পেশায় সিএনজি অটোরিক্সা চালক। সোমবার সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, গত শনিবার থেকে যুবক সায়েম নিখোঁজ ছিলেন। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে সোমবার ভোর ৪টার দিকে নিখোঁজ যুবকের মরদেহ চৌফলন্ডী ব্রীজের নিজের ভেসে উঠে।
নিহতের ভাই ফরিদুল আলম জানান, শনিবার রাত ১১টার দিকে জানতে পারেন বন্ধুদের সাথে খালে বেড়াতে গেছে। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে রাতে বন্ধুরা বাড়ি ফিরলেও ফিরেনি সায়েম।

ভাই ফরিদুল আলম আশঙ্কা করছেন, বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হয়েছেন সায়েম। এতে মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানের আঘাত থাকার কথাও জানান তিনি।

এদিকে স্থানীয়রা এই মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে মনে করছেন। তারা দেখেছেন, শনিবার রাতে অটোরিক্সা চালক সায়েমকে কিছু যুবকের সাথে ঘুরতে গেছে। নিহত যুবক সায়েম পেশায় সিএনজি অটোরিক্স চালক । সে কেন মাছ ধরতে যাবে? মূলত সেটাই নিয়েই রহস্য দানা বেঁধেছে।

ওসি জানান, ঘটনার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।