শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. ইয়াছিন (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।
রবিবার (১০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নয়াপাড়া রেজিস্ট্রাট রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
নিহত নারীর নাম পারভীন আক্তার (১৮)। সে নয়াপাড়া রেজিস্ট্রাট ক্যাম্পের ব্লক-ডির দবশির আহমদের মেয়ে। অন্যদিকে ঘাতক স্বামী মো. ইয়াছিন একই ক্যাম্পের কালু হাজীর ছেলে।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো। এর জের ধরে নিজ বাড়িতে ঘুমন্ত স্ত্রী পারভিন আকতারকে গলায় রশিয়ে পেঁচিয়ে হত্যা করে স্বামী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আমর্ড পুলিশের একটি দল। এসময় হাতেনাতে ঘাতক স্বামীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক স্বামীকে থানায় সোপর্দ করে মামলার কার্যক্রম চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।