ইমাম খাইর#
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আনোয়ার হোসেন।
তিনি জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।