ইমাম খাইর#
ছিনতাইকারী, কিশোর গ্যাং ধরতে হার্ডলাইনে কক্সবাজার জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লালদিঘিরপাড়, গোল দিঘীরপাড়, বৌদ্ধমন্দির সড়, খুরুশকুল রাস্তাসহ শহরের অন্তত ৮টি চিহ্নিত পয়েন্টে সাদা পোশাকে অবস্থান করছে পুলিশ।
সন্ধ্যার পর থেকে রাত অবধি কঠোর অবস্থানে রয়েছে তারা।

আচরণ, বিচরণ, চলাফেরায় সন্দেহভাজনরা ধরা পড়ছে পুলিশের জালে।

বুধবার (১৩ এপ্রিল) রাত ১১ টার দিকে কক্সবাজার শহরের লালদীঘির পাড় থেকে ‘কিশোর গ্যাং’ সন্দেহে ১৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তাদের বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। যাচাই বাছাইপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিবির ওসি সাইফুল আলম।

এদিকে, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের নিকট থেকে ৩টি স্টীলের টিপ ছোরা, ১টি ছোরা, ২টি লোহার রড ও ১০টি কালো শপিং ব্যাগের তৈরি মুখোশ উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘন্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

তিনি জানান, ছিনতাইকারী, কিশোর গ্যাংসহ সবধরণের অপরাধী ধরতে পুলিশ কঠোর অবস্থানে। কোন দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া হবে না।

অপরাধী ধরতে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তবে, অভিযানে নিরপরাধ কেউ যাতে শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ সবার।

উল্লেখ্য, গত কয়েক দিনে কক্সবাজার সদর ও শহর এলাকায় অন্তত ৬টি খুনের খুনের ঘটনা ঘটেছে। এতে করে সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।