নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আগামী ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী সাংগ্রেং উৎসব অনুষ্ঠিত হবে।
১৭ এপ্রিল সকাল ১১টায় শহরের আছিমং পেশকার পাড়ায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এছাড়া ২২ এপ্রিল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী একই স্থানে যৌথভাবে তঞ্চঙ্গ্যাদের ‘বিজু উৎসব’ লাম্বাগুনা ওয়াইক্যং, টেকনাফ, কক্সবাজারে পালিত হবে।
এতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে আমন্ত্রণ জানিয়েছেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।