আবুল কালাম, চট্টগ্রাম :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল চট্টগ্রাম সফর উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা বিষয় নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ১০ মে,) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

সভায় সফরকালীন সময়ে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। যে কোন ধরনের নাশকতা রোধে জরুরী পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে টিম গঠন করা ও তাদের করণীয়, অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের ভেন্যুতে প্রবেশ করা, টিকেট বিক্রয়, সকল সংস্থার ফোকাল পয়েন্ট নির্ধারণ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‍্যাব, সিডিএ, চমেকহা, ফায়ারসার্ভিস, ওয়াসা, সিএএবি, রেডিসন ব্লু, বিসিবি ইত্যাদি দায়িত্বশীল বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।