স্পোর্টস ডেস্ক: ব্যাটে রোহিত শর্মা, কেএল রাহুলদের ঝড়। বোলিংয়ে রবিচন্দ্রন অশ্বিন সহ বাকি স্পিনারদের দাপট। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে ভারত কার্যত হাসতে হাসতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্ৰথমে ব্যাট করে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ১৫২/৫-এর বেশি তুলতে পারেনি। সেই রান ভারত চেজ করল হাতে ৮ উইকেট এবং ১৩ বল বাকি থাকতে।
বিরাট কোহলি নয়, এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন রোহিত শর্মা। অনেকেই বলে দিচ্ছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে ভারতের দল কেমন দাঁড়াবে, তার একটা আন্দাজ পাওয়া গেল বুধবারই। যদিও কোহলি দলে ছিলেন। এমনকি হাত ঘুরিয়ে কয়েক ওভার বলও করলেন। তবে ব্যাটিং করতে নামেননি। প্রস্তুতি ম্যাচের নিয়ম অনুযায়ী দলে ১৩ জন থাকতে পারবে। তবে ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় ১১ জনই মাঠে থাকতে পারবেন। ফলে ভারত ব্যাটিং করার সময় নিজেকে প্রথম একাদশের বাইরে রাখেন কোহলী।
টসে জিতে প্রথম ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে তারা। দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। পরের বলেই মিচেল মার্শকে ফিরিয়ে দেন তিনি। চতুর্থ ওভারের প্রথম বলে অধিনায়ক ফিঞ্চকে ফেরান রবীন্দ্র জাডেজা। ১১ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে অস্ট্রেলিয়া। সে সময় অজিদের হয়ে হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং বহু লড়াইয়ের যোদ্ধা স্টিভ স্মিথ।
দু’জনে মিলে চতুর্থ উইকেটে ৬১ রান যোগ করেন। রাহুল চাহারের বলে ম্যাক্সওয়েল ফিরলে স্মিথকে সঙ্গ দিতে আসেন মার্কাস স্টয়নিস। এই দু’জনে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন মূলত এই দু’জনের জন্যেই দেড়শোর গন্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। স্মিথ (৫৭) অর্ধশতরান করে আউট হন। স্টয়নিস ৪১ রানে অপরাজিত থাকেন।
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চড়াও হয়েছিলেন রোহিত এবং রাহুল। প্রথম উইকেটেই ৬৮ উঠে যায়
ওপেনিংয়ে নেমে দলকে ভরসা দিলেন রাহুল। অ্যাশটন আগারের বলে ৩৯ রানে ফেরার আগে পর্যন্ত অজি বোলারদের শাসন করেছেন। রোহিতও দাপট দেখিয়ে ৬০ রান করার পর পরের ব্যাটারদের সুযোগ দিতে সাজঘরে ফেরেন। দলকে জিতিয়ে দেন সূর্যকুমার যাদব (অপরাজিত ৩৮) এবং হার্দিক পান্ডিয়া (অপরাজিত ১৪)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।