ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার পৌরসভায় ইউএনডিপির অর্থায়নে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ৫ দেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সুইডেন, বুলগেরিয়া, কেনিয়া, গুয়েতামালা ও কাতার এই পাঁচটি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধিসহ ১৫ সদস্যের টিম পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় যান।
তারা সেখানকার চলমান কাজ পরিদর্শন এবং স্থানীয় মহিলাদের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অতিথিতের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হেলাল উদ্দীন কবির।
এ সময় প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, স্থানীয় কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরীসহ ইউএনডিপি কক্সবাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।