বিজনেস ডেস্ক: দেশে গত কয়েকমাস ধরেই টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছিল। আজ রোববার (২৪ অক্টোবর) সেই ঊর্ধ্বগতি ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকে। বিভিন্ন খোলাবাজার ও নগদ মূল্যে ডলার বিক্রি হয়েছে ৯০ টাকা ১০-২০ পয়সা করে। এর আগে কখনোই ডলারের দাম ৯০ টাকা অতিক্রম করেনি।
ডলারের এমন দাম বৃদ্ধির কারণ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বলছে, গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স। রপ্তানি আয়েও ভাটা চলছে। উল্টোদিকে বেড়েছে আমদানি ব্যয়। ফলে ঘাটতি দেখা দিয়ে বৈদেশিক মুদ্রা সরবরাহে। আর তাতে বেড়ে গেছে ডলারের দাম।
মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন, গত আগস্ট মাসের আগে ডলারের দাম ছিল ৮৪-৮৫ টাকা। তারপর ধীরে ধীরে এটা বাড়তে শুরু করে। ৮৮ টাকা করে বিক্রি হচ্ছিল চলতি মাসের শুরু থেকেই। আজ রোববার ৯০ টাকা অতিক্রম করেছে ডলারের দাম। এমন ঊর্ধ্বগতি আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।