সংবাদদাতা:
কক্সবাজার শহরে মাত্র পঁচিশ টাকার দাবিতে মোঃ সাহেদ নামের এক ক্রেতার উপর ক্ষুব্ধ হয়ে মারধর করেছেন সেলিম নামের এক দোকানদার। এসময় ভুক্তভোগী সাহেদকে উদ্ধারে এগিয়ে আসলে সাজ্জাদ হোসাইন ( ১৭) নামের আরও একজনের উপর হামলা করে সেই দোকানদার। বর্তমানে দুজনেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে যেখানে একজনের অবস্থা আশংকাজনক। রোববার সন্ধ্যায় রেজিস্ট্রি অফিসের পার্শ্ববর্তী দোকানে এ ঘটনা ঘটে।

আহত মোঃ সাহেদ বলেছেন, দোকানদার মিথ্যা অভিযোগে তার কাছে টাকা দাবি করছেন যা অস্বীকার করলে দোকানদার ক্ষুব্ধ হয়ে অতর্কিতভাবে পেছন দিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ভুক্তভোগী সাহেদকে উদ্ধারে এগিয়ে আসলে সাজ্জাদ হোসাইন নামের আরও একজনের উপর হামলা করা হয়। আহত সাহেদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে। এদিকে হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন আহতদের পরিবার। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান গুরুতর আহত মোঃ সাহেদের ভাই মোঃ সিরাজ।