জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আদালত ভবন এলাকার নাম কোর্ট হিল না পরীর পাহাড় হবে তা নির্ধারণ করতে আদালতে দেওয়ানি মামলা (নং ৭২৮/২১) দায়ের করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে মামলাটি করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন।
দেওয়ানী কার্যবিধি ১এর আদেশ ৮ বিধি মতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে প্রতিনিধিত্বমূলক মামলাটি দায়ের করা হয়।
মামলাটির পক্ষ করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার ভূমি (বাকলিয়া) আতিকুর রহমান।
অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, ‘চট্টগ্রাম আদালত ভবন এলাকাটি কোর্ট হিল হিসেবে চট্টগ্রামবাসীর কাছে পরিচিত। এখানে সরকারি ডাকঘর, সোনালী ব্যাংকসহ অন্যান্য দপ্তরের কর্মকাণ্ডে কোর্ট হিল হিসেবে প্রতিষ্ঠিত। সরকারি সব নথিতে কোর্ট হিল লেখা থাকলেও বর্তমান জেলা প্রশাসক যোগদানের পর থেকেই কোর্ট হিলের পরিবর্তে পরীর পাহাড় নাম প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছেন।’
সিনিয়র আইনজীবি জিয়া হাবিব আহসান বলেন, ‘আমরা কোর্ট হিলকে পরীর পাহাড় লেখার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। আদালত শুনানি শেষে মামলার বিবাদীদের আগামী তিন দিনের মধ্যে পরীর পাহাড় লেখার ওপর নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।’
শুনানি কালে আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।