স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তবে এই ঘটনা চাউর হতেই সামাজিক মাধ্যমে নানান সমালোচনা করছেন ক্রিকেটভক্তরা।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে অবসরের ঘোষণা দেন তামিম।

তামিমের এমন আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ তামিমের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এমন বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই। আর এই ফাঁকে ছড়িয়ে পড়ছে একের পর এক গুজব।

তার মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হতে থাকে একটি গুজব। কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, অবসর ভাঙার ব্যাপারে তামিমের সাথে কথা বলতে নাকি নৈশভোজের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী। যা পুরোপুরি গুজব ও বানোয়াট খবর।

তামিম অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন গতকাল রাতেই। দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়ে সকালেই টিম হোটেল ছেড়ে আসেন। সংবাদ সম্মেলনের পর নিজের বাসায়ই অবস্থান করছেন তিনি। তাই তার ঢাকা যাওয়া কিংবা প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ কিংবা কোনো আলোচনার খবর সত্য নয়।