মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট সাহাব উদ্দীন সাহীব এর পিতা আবু ছৈয়দ (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নাপিতখালী স্টেশনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল আবু ছৈয়দকে ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন। পরে দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম রেফার করেন। অ্যাডভোকেট সাহাব উদ্দীন সাহীব জানান, তাঁর পিতাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নেওয়ার পথে কালিরছরা পর্যন্ত পৌঁছালে সেখানেই আবু ছৈয়দ মৃত্যুবরণ করেন।
একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী, খুটাখালী বাজারের স্বনামধন্য ছৈয়দ স্টোরের সত্বাধিকারী, ঈদগাঁহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের বাসিন্দা, সড়ক দুর্ঘটনায় নিহত আবু ছৈয়দ ৩ পুত্র, ১ কন্যাসন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। প্রবীণ সমাজকর্মী আবু ছৈয়দ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় নাপিতখালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে মরহুম আবু ছৈয়দ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে অ্যাডভোকেট সাহাব উদ্দীন সাহীব জানিয়েছেন।
আইনজীবী সমিতির শোক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট সাহাব উদ্দীন সাহীব এর পিতা আবু ছৈয়দ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির কার্যনির্বাহী পরিষদের পক্ষে নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।