আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের কোর্ট বিল্ডিং জহুর হকার্স মার্কেটে পরির পাহাড় হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় সরকারি খাস জমির উপর অবৈধ দখলে গড়ে উঠা ৬ টি স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
চট্টগ্রামে আদালত পাড়া রাস্তায় অবৈধ দোকান ঘর উচ্ছেদ
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, কোতোয়ালী থানার আন্দরকিল্লা মৌজার বি.এস. ১ নং খাস খতিয়ানের ৩০৩০ দাগের ৮.৫১ শতক জমি উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত স্থানে জনস্বার্থে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পরিকল্পনায় জনসাধারণের চলাচলের পথ প্রশস্তকরণে ব্যবহৃত হবে। এসব অবৈধ স্থাপনাগুলোর কারণে জহুর হকার্স মার্কেট সংলগ্ন পরীর পাহাড় থেকে নামার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে অগ্নি নির্বাপক গাড়ি যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাছাড়াও জেলা পুলিশ ও কারা কর্তৃপক্ষ উক্ত রাস্তা ব্যবহার করে শত শত আসামি/কয়েদিদের প্রতিনিয়ত বিজ্ঞ আদালতে আনা-নেওয়া করে থাকেন। সেক্ষেত্রে যানজটের কারণে দুর্ধর্ষ কয়েদিদের আদালতে হাজির করা হুমকি স্বরূপ।
উচ্ছেদ অভিযানে সিএমপি’র ৩০ জন পুলিশ সদস্য, পিডিবির প্রকৌশলী ও টেকনিশিয়ান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রকৌশলী ও টেকনিশিয়ান এবং ফায়ার সার্ভিস ও সিভিল
আরো খবর
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।