মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার মালুমঘাটে স্বপ্নের সিঁড়ি প্রদত্ত এ.আর.আর এস. ফাউন্ডেশনের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২১ এর ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় মালুমঘাট স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে হারিয়ে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ক্রিড়া চক্র।
ডুলাহাজারা ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার রফিক উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক এম.আর মাহাবুব।
প্রধান অতিথির বক্তব্যে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুল ইসলাম আদর বলেন, ডুলাহাজারা একটি উন্নয়নশীল ইউনিয়ন। এ ইউনিয়নের যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নাই। এ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আমি ডুমখালী স্টেডিয়ামকে আরো আধুনিকায়ন করে মিনি স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছি। যুবসমাজের মানসিক বিকাশে ক্রিড়ার উন্নত পরিবেশ সৃষ্টির পক্ষে আমি আগে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
ফাইনাল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুলাহাজারা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমান উল্লাহ আমান, ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বাদশা মিয়া, ডুলাহাজারা নেক্সাস এসোসিয়েশনের সাবেক সভাপতি হুবাইব আজম, বিশিষ্ট বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলম ও সাংবাদিক নিজাম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে এ.আর.আর.এস ফাউন্ডেশন এর পক্ষ বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদরকে ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যান অপ দ্যা ম্যাচ, ম্যান অপ সিরিজ ও অন্যান্য বিজয়ীদের পুরষ্কার তুলে দেন। এসময় ক্রীড়ামোদী কয়েকশ দর্শক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।