নীতিশ বড়ুয়া, রামু:
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, আঞ্চলিক ক্রীড়া আয়োজনের মতো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো একটি এলাকাকে আলোকিত করার পেছনে সহায়ক ভূমিকা রাখে। শনিবার (৪ ডিসেম্বর)
বিকালে ঈদগড় ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত ফাইনাল খেলায় ঈদগড় করলিয়ামুরা ফুটবল একাদশের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত হয়েছে ঈদগাহ কিংস ইলাভেন ফুটবল দল। খেলায় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি সহ ৫৪ হাজার ৯৯৯ টাকা ও রানার্স আপ দলকে ট্রফি সহ ২১ হাজার ৯৯৯ টাকা প্রদান করা হয়। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হয়। ঈদগড় করলিয়ামুড়া শাহসুজা স্টেডিয়ামের ঈদগড় ফুটবল চ্যাম্পিয়নশীপ টূর্ণামেন্টে ১২টি ফুটবল দলের অংশ গ্রহণে ১৯টি ম্যাচ অনুষ্টিত হয়।
ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্দেশ্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমি বিশ্বাস করি, তোমরাই হবে আগামী দিনের পরিচালক। তোমরা দেশের নেতৃত্ব দেবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও সমাজের নেতৃত্ব দেবে। সমাজের দায়িত্ব নিতে হবে তোমাদেরকেই।
ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ঈসমাইল নোমান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, রশিদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি শাহ আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ঈদগড়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এমপি কমল বলেন, মনে রাখতে হবে রাজনীতির জোয়ার আজীবন থাকে না। হঠাৎ ভাটার টানও আসতে পারে। এই ভাটার টানের কথা মনে রেখে, নির্বাচনে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক যদি আপনার মানুষের পাশে থাকেন, আপনাদের রাজনীতি দীর্ঘ স্থায়ী হবে। তিনি আরও বলেন, মনের রাখতে হবে, ভালো মানুষরা যত বেশি রাজনীতিতে আসবে, জনসেবায় আসবে। ততবেশি মানুষ উপকৃত হবে। ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে, খারাপ মানুষ এই রাজনীতির মাঠ দখল করে ফেলবে। খারাপ মানুষরা চেয়ারে বসে যাবে।
সাংবাদিক কামাল শিশির ও ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এবং সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ঈদগড় করলিয়ামুরা ফুটবল একাদশের গোলকিপার রাহুল মার্মা, একই দলের মো. ইমরান ম্যান অব দ্যা টূর্ণামেন্ট ও মো. হানিফ সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন।
ঈদগড় করলিয়ামুরা ফুটবল একাদশের খেলোয়াড় : রাহুল শর্মা (গোলকিপার), একরাম, ওবাইদুল, আশিক, হেলাল, অং, মিষ্টি, এমরান, রাশেদ, হানিফ, কমল, মেসী, বিশাল, রহিম। টিম ম্যানেজার জসিম উদ্দিন।
ঈদগাহ কিংস ইলাভেন ফুটবল দলের খেলোয়াড় : সেজান (গোলকিপার), গিয়াস, রেজাউল, ঈমন, ওবাইদ, হুমায়ূন, সাইফুল, বাবু, শেখ আহমদ, রেজাউল, হাসান, সাইমন, শাহ জাহান, মুবিন, আরবান, তোহা, সাইফুল। টিম ম্যানেজার : বেলাল আবেদিন হেলালি।
কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল রাতে ঈদগড় বাজারে ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের কার্যালয় উদ্বোধন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।