আবদুল নবী, সিবিএন:
ফাগুনের হাওয়া বয়ে চলেছে কক্সবাজার সিটি কলেজ আঙ্গিনায়। সেজেছে বাঙালির ঐতিহ্য ও বসন্তের উৎসবমুখর পরিবেশে।
কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগ কর্তৃক বসন্ত বরণ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রভাষক মং সেন হেনের সঞ্চালনায় এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ক্য থিং অং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মুহাম্মদ জাফর সাদেক, বিভিন্ন অনুষদ প্রধান ও বিভাগীয় প্রধানগণ।
বসন্ত বরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক সেলিনা আকতারের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি অধ্যক্ষ ক্য থিং অং ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। বাংলার ঐতিহ্য পিঠা উৎসবে শিক্ষার্থীরা নানান পিঠা নিয়ে স্টল বসিয়েছে। শিক্ষক শিক্ষার্থী সকলে ভিড় জমিয়েছে পিঠা খেতে।
ফ্যাশন শো এর মধ্য দিয়ে বসন্ত বরণ অনুষ্ঠানের পর্দা নামে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।