মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেছেন, কক্সবাজারে দায়িত্ব পালন স্বল্প সময় হলেও পরিকল্পিতভাবে জেলা বিচার বিভাগে অধিকতর গতিশীলতা আনতে চেষ্টা করেছি। লোকবল সংকট, অবকাঠামোগত সমস্যা সহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্বেও সমন্বিত প্রচেষ্টায় দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। বিচারপ্রার্থীরা যার সুফল পাচ্ছে। বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার কারণে এই সমন্বিত উদ্যোগের ব্যাপক সফলতা এসেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার বিচার বিভাগ আয়োজিত এক বিদায় সংবর্ধনায় তিনি একথা বলেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদের সভাপতিত্বে সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ২ ও ৩ এর বিজ্ঞ বিচারক (জেলা জজ) যথাক্রমে মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মোঃ নুরে আলম ও মোহাম্মদ আবু হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় ও তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক যথাক্রমে মোহাম্মদ সাইফুল ইলাহী ও মোহাম্মদ আবদুল কাদের, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সহকারী জজ আবদুল মান্নানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের সহধর্মিণী সৈয়দা আফসানা সুমি, একমাত্র সন্তান আহনাফ আবদুল্লাহ রাইয়ান, অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ ও পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক যথাক্রমে মোঃ মোশারফ হোসেন ও নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোছাঃ রেশমা খাতুন, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিন, সিনিয়র সহকারী জজ জিয়া উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তার, সহকারী জজ আবদুল মাজেদ সহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণ, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, বিচার বিভাগীয় কর্মচারী সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ও জেলা নাজির বেদারুল আলম, বিচার বিভাগীয় স্টাফগণ উপস্থিত ছিলেন।