আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-মুরাদপুর সড়কের রউফাবাদ এলাকায় ২০২০ সালের ২১ এপ্রিল রাতে র্যাবের চেকপোস্টে পিকআপটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার মামলায় ভ্যান চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম আদাত।
একই রায়ে আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
বাংলাদেশে ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দেওয়া হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানিয়েছেন, দণ্ডিত ইব্রাহিম খলিলের (২৯) বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি ইয়াবা বহনকারী পিকআপটি চালাচ্ছিলেন। খালাস পাওয়া একই এলাকার মো. হালিম (৩৬) পিকআপচালকের সহকারী ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ আছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২১ এপ্রিল রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন-মুরাদপুর সড়কের রউফাবাদ এলাকায় র্যাবের চেকপোস্টে পিকআপটি তল্লাশির মুখে পড়ে। এ সময় গাড়ি ফেলে চালক ইব্রাহিম খলিল ও সহকারী হালিম পালিয়ে যাচ্ছিলেন। র্যাব সদস্যরা দুজনকে ধাওয়া দেন। ইব্রাহিম আটক হলেও হালিম পালিয়ে যান।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।