নুরুল করিম, মহেশখালী:
মহেশখালীতে ঈদের জন্য চুল কাটতে গিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী টমটম কেড়ে নেয় শিশু রুবায়েদ এর প্রাণ।
শনিবার (৬ ই এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পানিরছড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবায়েদ (৭) পানিরছড়া এলাকার মৃত ছৈয়দ নুর এর দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ জন্য বড় ভাইয়ের সাথে বাজারে চুল কাটতে গিয়ে আজকে দুপুরে রাস্তা পারাপারের সময় টমটমের চাপায় মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আগেই ছেলেটি মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছেন।
এ বিষয় মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান সড়ক দুর্ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।